কবর জিয়ারতে রাসুল (সাঃ) যে দোয়া পাঠ করতেন

প্রকাশকালঃ ১৫ মে ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ণ ৫৫১ বার পঠিত
কবর জিয়ারতে রাসুল (সাঃ) যে দোয়া পাঠ করতেন

কবর মুমিনদের শেষ আবাসস্থল এবং পরকালের যাত্রা শুরু হয় এখান থেকেই। তাই কবরবাসীর জন্য দোয়া করা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া আমাদের সকলের কর্তব্য।

আপনি যে দোয়াটি উল্লেখ করেছেন, তা রাসুলুল্লাহ (সাঃ) কবর জিয়ারতের সময় পড়তেন। এই দোয়াটি হল-

 

السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ، مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ، أنتُم لنا فرَطٌ ونحنُ لَكم تبعٌ، أَسْاَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ

 

উচ্চারণ: আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আসআলুল্লাহা লানা ওয়ালাকুমুল আফিয়াহ।

 

অর্থ: হে গৃহের অধিবাসী মুমিন ও মুসলিমরা, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহর ইচ্ছায় তোমাদের সঙ্গে মিলিত হব। আমি আল্লাহর কাছে আমাদের জন্য ও তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করি।

 

হাদিস: আয়েশা (রাঃ) বর্ণনা করেছেন, রাসুল (সাঃ) যখন কবরে আসতেন তখন তিনি উল্লিখিত দোয়া পড়তেন। (মুসলিম, হাদিস : ৯৭৫, নাসায়ি, হাদিস : ২০৪০)