কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির একাংশের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএর সমর্থকদের আয়োজনে মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি বড়দারোগাহাট এলাকা থেকে শুরু হয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে র্যালিটি সিটি গেইটে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন ও উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব মোস্তফার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জহুরুল আলম জহুর, পৌরসভা বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, নুরুল আনোয়ার, মো. জাহাঙ্গীর, কবির ভূঁইয়া, মুক্তিযোদ্ধা মহরম আলী, সালামত উল্লাহ, ইদ্রিচ মিয়া, খোরশেদ আলম মেম্বার, রবিউল হক, খ. ম. নাজিম উদ্দিন, মো. সিদ্দিক, বদিউল আলম বদরুল, লোকমান হাকিম, অ্যাডভোকেট রওশন আরা, নাজমুন নাহার নেলী, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান হিরু, আলাউদ্দিন মাসুম, আইনুল কামাল, মোজাহের উদ্দিন আশরাফ, আনোয়ারুল আজিম মুকুলসহ আরও অনেকে।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
র্যালি ও পথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।