শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জনপ্রশাসনবিষয়ক কমিটির সদস্যসচিব মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে দুপুরের পর থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও সচিব সিদ্দিক জুবাইরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।
তবে শিক্ষার্থীদের একটি অংশ প্রধান ফটকের গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে থাকা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা এলাকা ত্যাগ করে সচিবালয়ের বাইরে সরে যান।