জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণহত্যায় ৮৪৮ জন নেতাকর্মীর নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান এই তথ্য জানান।
এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। বিএনপি ট্রাইব্যুনালে অভিযোগের সঙ্গে ৮৪টি মামলার এজাহার কপি, অডিও, ভিডিও ও সংশ্লিষ্ট তালিকা জমা দিয়েছে।
২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী কোটাবিরোধী আন্দোলনে বিএনপি সমর্থন জানায় এবং এতে অংশগ্রহণ করে। এই সময় ৮৪৮ জন শহীদের তালিকা জমা দিয়েছে বিএনপি। এছাড়া, দেশজুড়ে হওয়া মামলাগুলোর এজাহার, পত্রিকার ছবি, অডিও ও ভিডিও সংলগ্ন দালিলিক প্রমাণসহ জমা দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার লক্ষ্যে বিএনপি নেতাকর্মী এবং সমর্থকদের উপর নির্বিচারে গুলি, নির্যাতন, এবং ধারালো অস্ত্র দিয়ে গণহত্যা চালানো হয়। এসব অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা গ্রহণ করবে।