ঢাকা প্রেস নিউজ
পাকিস্তান সরকারের সর্বশেষ ভিসা নীতি অনুযায়ী, বাংলাদেশসহ বিশ্বের ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই দেশটিতে ভ্রমণ করতে পারবেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ।
সোমবার, সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সাথে সাক্ষাতে হাইকমিশনার এই তথ্য জানিয়েছেন। সাক্ষাতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বন্যা পুনর্বাসন, বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক, এবং সরাসরি বিমান চলাচল পুনরায় শুরুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
হাইকমিশনার জানিয়েছেন, পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা করেন, এই নতুন ভিসা নীতি দুই দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
উপদেষ্টা বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া বন্যার বিষয়ে পাকিস্তানের হাইকমিশনারকে অবহিত করেন। এ প্রসঙ্গে হাইকমিশনার বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য পাকিস্তান সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।