চার ঘণ্টা পর নারায়ণগঞ্জে টিস্যু গুদামের আগুন নিয়ন্ত্রণে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ণ   |   ৫২০ বার পঠিত
চার ঘণ্টা পর নারায়ণগঞ্জে টিস্যু গুদামের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা প্রেস
জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রেশ টিস্যু পেপারের গুদামে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।
 

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 

এর আগে ভোরে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় গুদামটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি স্টেশনের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানিয়েছেন, গুদামটিতে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।