কৃষক হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ফোনে অভিযোগ জানানোর ব্যবস্থা

প্রকাশকালঃ ০৭ মে ২০২৪ ০৩:২২ অপরাহ্ণ ৬৬০ বার পঠিত
কৃষক হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ফোনে অভিযোগ জানানোর ব্যবস্থা

চলতি মৌসুমে সরকারের বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে আজ মঙ্গলবার (৭ মে) থেকে। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভার্চুয়ালি বিভিন্ন জেলার সঙ্গে যুক্ত হয়ে ধান-চাল ও গম কেনা কর্মসূচি উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

সরকার চলতি মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু করেছে,লক্ষ্যমাত্রা ৩১ আগস্টের মধ্যে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহ করা,জুনের মধ্যে ৭০% সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

  • ধানের দাম:
    • ধান: ৩২ টাকা/কেজি
    • সিদ্ধ চাল: ৪৫ টাকা/কেজি
    • আতপ চাল: ৪৪ টাকা/কেজি
    • গম: ৩৪ টাকা/কেজি
  • কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
  • অভিযোগ জানাতে খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দুটি নম্বর দেওয়া হবে।

 

প্রতি ইউনিয়নে তিনজন কৃষি উপ-সহকারী কর্মকর্তাকে ময়েশ্চার মিটার (ধানের আর্দ্রতা মাপার যন্ত্র) দেওয়া হয়েছে,গোডাউনে ধান দিতে এসে কোনো শ্রমিক যেন কৃষকদের হয়রানি না করেন সেজন্য নজরদারি থাকবে,ধান ও চালের গুণগত মান ভালো রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ৭ মে সচিবালয়ে থেকে ভার্চুয়ালি বিভিন্ন জেলার সঙ্গে যুক্ত হয়ে ধান-চাল ও গম কেনা কর্মসূচি উদ্বোধন করেন,তিনি বলেছেন, ধান-চাল সংগ্রহের সময় কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,কৃষকরা ফোনে অভিযোগ জানাতে পারবেন,খাদ্যমন্ত্রণালয়ের ওয়েবসাইটে দুটি নম্বর দেওয়া হবে,মন্ত্রী আরও বলেছেন, ধান ও চালের গুণগত মান ভালো রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।