তেঁতুলিয়ায় কনকনে শীত, টানা তিন দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ডিসেম্বর ২০২৫ ০৫:১৮ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
তেঁতুলিয়ায় কনকনে শীত, টানা তিন দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। টানা তিন দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে। সোমবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগের দুই দিন—শনিবার ও রোববার—সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
 

রাতের তাপমাত্রা কমতে থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বেড়ে সোমবার সর্বোচ্চ ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোরের দিকে সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে শীত কিছুটা কমলেও বিকেল গড়াতেই হিমেল বাতাস ও কুয়াশার কারণে ফের নেমে আসে কনকনে ঠান্ডা। রাতভর ঘনকুয়াশায় ঢাকা থাকে এই সীমান্তাঞ্চল।
 

শীতের তীব্রতার কারণে কর্মজীবী মানুষের দুর্ভোগও বেড়েছে। সকালে কাজের উদ্দেশ্যে বের হতে গিয়ে কনকনে ঠান্ডা আর ঘনকুয়াশায় ভুগতে হচ্ছে তাদের। শহরের খালপাড়া এলাকার নির্মাণশ্রমিক ফজলুল করিম বলেন, “কয়েক দিন ধরেই বিকেলের পর থেকে ঠান্ডা বাড়ছে। রাতে খুব শীত পড়ে। ভোরবেলায় ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা আরও বাড়ে। তবে সূর্য উঠলে একটু স্বস্তি পাওয়া যায়।”
 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড হয়েছে। বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। রোববারও সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়—১০ দশমিক ৫ ডিগ্রি। তিনি আরও জানান, আগামী দুই দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।