কুমিল্লায় স্বর্ণের দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ১

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪২ অপরাহ্ণ   |   ৮২ বার পঠিত
কুমিল্লায় স্বর্ণের দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ১

কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লার চৌদ্দগ্রামে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের গুলিতে একজন আহত হন।
 

শনিবার রাত ৮টার দিকে, ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দল ক্রেতা সেজে চৌদ্দগ্রামের মিয়াবাজার মসজিদ মার্কেটের প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে। এরপর দোকানের মালিক ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
 

এসময় পাশের দোকানের ব্যবসায়ী মোশারফ হোসেন ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে তারা গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন জানিয়েছেন, ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তার ও লুট হওয়া স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে।