এইচএসসির ভুল প্রশ্নের নম্বর পাবেন সব পরীক্ষার্থী

প্রকাশকালঃ ১৫ জুলাই ২০২৪ ০২:৫৭ অপরাহ্ণ ৪৫৯ বার পঠিত
এইচএসসির ভুল প্রশ্নের নম্বর পাবেন সব পরীক্ষার্থী

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডে এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে একটি ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। তবে প্রশ্নটি ভুল থাকায় সেটি নিয়ে শুরু হয় আলোচনা। গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর পরীক্ষায় অংশ নেয়া সব শিক্ষার্থীকে ভুল প্রশ্নের নির্ধারিত নম্বর দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বোর্ড।

 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। মূলত টাইপিং ভুলের কারণে প্রশ্নটি ভুল থেকে গেছে। এ নিয়ে আমরা পরীক্ষকদের নির্দেশনা দেবো এবং ওই প্রশ্নপত্রে পরীক্ষা দেয়া সব শিক্ষার্থী নির্ধারিত নম্বর পাবেন।


জানা যায়, বৃহস্পতিবার (১১ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্রে দুটি জায়গায় ভুল ও অসঙ্গতি রয়েছে। প্রশ্নটি সংশোধন না করায় বাংলা প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলবে না। ফলে ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা ৮ নম্বর কম পাবেন। এতে এইচএসসি পাস করার পর বুয়েটে ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্যতাও হারাবেন ইংরেজি ভার্সনের অনেক শিক্ষার্থী।

 

বাংলা ও ইংরেজি ভার্সনের দুটি প্রশ্নপত্র পর্যালোচনা করে দেখা যায়, বাংলা ভার্সনের ৪ নম্বর প্রশ্নের ‘উদ্দীপক’-এ বলা হয়েছে, ‘বান্দরবানের পাহাড়ি রাস্তার বাঁকে সুমন 200kg ভরের একটি গাড়ি 60kmh (-1) বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150m। ঐ স্থানে রাস্তাটি 4m চওড়া এবং ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা 0.5m উঁচু।’

 

অন্যদিকে ইংরেজি ভার্সনে একই প্রশ্নে ‘উদ্দীপক’-এ বলা হয়েছে, Suman is driving a car of mass 200kg at a speed of 60 kmh (-1) at a bend in the hilly road of Bandarban. The radius of the road bend is 150m. At that point the road is 4m wide and 5m high from the inner edge to the outer edge.

 

অর্থাৎ, বাংলা ভার্সনে ‘শূন্য দশমিক ৫ মিটার উঁচু’ বলা হলেও ইংরেজি ভার্সনের প্রশ্নে ‘৫ মিটার উঁচু’ বলে উল্লেখ করা হয়েছে, যা একেবারেই অসম্ভব বলে উল্লেখ করেছেন পদার্থবিজ্ঞানের শিক্ষকরা। তাদের মতে, বাংলা ভার্সনের প্রশ্নটি ঠিক আছে। সেখানে ‘শূন্য দশমিক ৫ মিটার’ উল্লেখ করা হয়েছে। এর উত্তর মিলবে, তবে ইংরেজি ভার্সনে একই প্রশ্নে সরাসরি ‘৫ মিটার’ বলা হয়েছে।

 

এটা দিয়ে উত্তর মেলানো সম্ভব নয়। একই প্রশ্নপত্রে সৃজনশীল প্রশ্নের ৭-এর ‘ঘ’-তে বাংলা ভার্সনের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে, ‘কোন দোলকের শক্তি বেশি’। অথচ ইংরেজি ভার্সনের প্রশ্নে লেখা হয়েছে, ‘Which pendulum is more powerful’।