ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কিংবদন্তি নাম মওলানা আবদুল হামিদ খান ভাসানী, যিনি মওলানা ভাসানী হিসেবে পরিচিত। এবার তাঁর জীবনী অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে একটি সিনেমা, যার নাম হবে ‘ভাসানী’। সিনেমাটি পরিচালনা করবেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
১৯৭৬ সালের ১৬ মে, ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মওলানা ভাসানী একটি বিশাল মিছিলের আয়োজন করেছিলেন। সেই ঐতিহাসিক মুহূর্তটি স্মরণ করে আগামী ১৬ মে ছবির শুটিং শুরু করার পরিকল্পনা করছেন নির্মাতা। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
ডায়মন্ড বলেন, "ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে মওলানা ভাসানী ছিলেন এক প্রভাবশালী রাজনীতিবিদ। তাঁর অনেক কীর্তি এবং গল্প নতুন প্রজন্মের কাছে অজানা। এজন্যই সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। আমি আশা করছি, একটি তথ্যবহুল সিনেমা নির্মাণ করতে পারব।"
তিনি আরও জানান, দীর্ঘ দেড় দশক ধরে মওলানা ভাসানী নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখছেন। ২০০৬ সালে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেন, কিন্তু তখন পরিস্থিতি অনুকূল না হওয়ায় সেই স্বপ্নটি তিনি নিজের মধ্যে রেখেছিলেন।
সিনেমাটি মওলানা ভাসানীর জীবনের ১৩ বছর বয়স থেকে শুরু হবে। সিনেমায় ভাসানী চরিত্রে তিনজন অভিনেতা অভিনয় করবেন। তবে এখনও চরিত্রটির জন্য কোনো অভিনেতা চূড়ান্ত করা হয়নি। নতুন মুখ খুঁজে নেওয়ার জন্য অডিশনের মাধ্যমে অভিনেতা নির্বাচন করতে চান পরিচালক। সব কিছু চূড়ান্ত হলে সিনেমার শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তিনি।