টাঙ্গাইল প্রতিনিধি:-
টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের কাছে এক তরুণী (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজন সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—দুলাল চন্দ্র (২৮), রুপু মিয়া (২৭) ও সজিব খান (১৯)।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশনে আসেন। সেখান থেকে চট্টগ্রামগামী ট্রেনে ওঠার কথা থাকলেও ভুল করে তিনি উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেসে উঠে পড়েন। ট্রেন চলাকালে ঘুমিয়ে পড়ায় ভুল বুঝতে পারেননি। পরে ঘুম থেকে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, তিনি ভুল ট্রেনে উঠেছেন। এরপর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনে নেমে পড়েন।
স্টেশনে নেমে তরুণী জিআরপি পুলিশের সহায়তা চাইলে, এক সদস্য তাকে ঢাকামুখী ট্রেনে তুলে দেওয়ার জন্য অটোরিকশাচালক দুলালকে দায়িত্ব দেন। কিন্তু সেই সুযোগে দুলাল তরুণীকে ফুসলিয়ে স্টেশনের পেছনের একটি কাঠবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে রুপু মিয়ার বাসায় নিয়ে গেলে রুপু ও সজিবও তাকে ধর্ষণ করে।
ঘটনার পর ভুক্তভোগী ভোরে রেলস্টেশনে গিয়ে পুলিশকে বিস্তারিত জানান। পরে জিআরপি থানা পুলিশের সহায়তায় টাঙ্গাইল সদর থানা পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, “অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”