ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা জেলা প্রতিনিধি:-
গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই মেলা অনুষ্ঠানের কথা ছিল।
গাইবান্ধা সদর উপজেলার চকমামোরোজপুর গ্রামের আবু তালেব নামের এক ব্যক্তি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বাণিজ্য মেলার অনুমতি পান। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী মেলার জন্য স্থানীয় চেম্বার অফ কমার্সের অনাপত্তি প্রয়োজন।
কিন্তু সেই আইন আমলে না ওই ব্যাক্তির নামে অনুমতি দেওয়া হয়। এতে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়েন চেম্বার নেতারা।
ক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট পিটিশন (নম্বর ১৬১০৬/২৪) দায়ের করেন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এমরান কবির শামীম। গত ১৭ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে মেলা বসানোর সকল কার্যক্রম স্থগিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর ইউএনও, ওসি সদর থানাকে নির্দেশ দেন। আবেদনকারীর পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেন অ্যাডভোকেট বিএম মামুনুর রশীদ।
চেম্বার অব কমার্সের পরিচালক হাসান মাহমুদ জনি বলেন, বাণিজ্য মন্ত্রনালয়ের পরিপত্র অগ্রাহ্য করে স্থানীয় ব্যবসায়ীদের বৃহত্তর সংগঠনকে মাইনাস করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মেলা বসানোর অনুমতি জেলা প্রশাসক দিতে পারেন না। তাই উচ্চ আদালতের দ্বারস্থ হই আমরা।
এবিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ শুক্রবার সকালে মুঠোফোনে বলেন, মহামান্য হাইকোর্ট থেকে মেলার কার্যক্রম স্থগিতের আদেশ এখনও হাতে পাইনি।