আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তিস্তা নদীতে নাজিম(৫) নামের এক শিশু নিখোঁজ হওয়ার একদিন পর তার লাশ উদ্ধার করেছেন রংপুরের ডুবারু দল।
বুধবার(৯জুলাই) সকাল ৮টায় ডুবারু দল তিস্তা নদী থেকে শিশুটির লাশ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
এলাকাবাসীরা জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজারের পশ্চিম পার্শে^ তিস্তা নদীর তীরের রফিকুল ইসলামের তৃতীয় পুত্র নাজিম (৫) গত মঙ্গলবার(৮জুলাই) বিকেলে বাড়ির পাশে প্রতিদিনের ন্যায় অন্যান্য ছেলেমেয়েদের সাথে খেলতে যায়। শিশুটির মা পাশেই প্রতিবেশী মহিলাদের সাথে গল্প করছিলো। কিছুক্ষণের মধ্যে শিশু নাজিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। শিশুটিকে না পেলে নদীতে পড়ে যাওয়ার সন্দেহ হয় এলাকাবাসীর।
প্রায় সময় নাজিম নদীর ঘাটে নৌকায় উঠা-নামা করতো। ওইদিন রাতেই রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে সাব অফিসার আবু তাহের রংপুরের ডুবারু দলের লিডার কামরুজ্জামানের সাথে যোগাযোগ করেন।
রংপুর ও রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনের যৌথ তত্ত্বাবধায়নে বুধবার(৯ জুলাই) সকাল ৮টায় একদল ডুবারু তিস্তা নদীর ঘাটে বাধা নৌকাটির পাশে পানিতে নেমে উদ্ধার তৎপরতায় ১০মিনিটেই ডুবারু নজরুল ইসলাম নাজিমের মরদেহটি উদ্ধার করেন। এর পর ডুবারুদল শিশুটির লাশ ওই ওয়ার্ডের মহিলা সদস্য মমতাজ বেগমের কাছে হহস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ৬ বছর আগে তিস্তা নদীর একই স্থানে রফিকুল ইসলামের বাবা ও নিহত নাজিমের দাদু মনতাজ আলী নৌকা সহ পানিতে ডুবে নিরুদ্দেশ হয়ে যান। আজও তার লাশের হদিস পাওয়া যায়নি।
পর পর একই পরিবারের দু’টি ঘটনায় রফিকুল ইসলাম পরিবারসহ এলাকাবাসী মানসিকভাবে ভেঙে পড়েছেন।