সচিবালয়মুখী প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের ওপর পুলিশের বাধা ও জলকামান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০৭ অপরাহ্ণ   |   ৮২ বার পঠিত
সচিবালয়মুখী প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের ওপর পুলিশের বাধা ও জলকামান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের বাধার সম্মুখীন হতে হয়েছে। বাধা পেয়ে তারা সড়কে অবস্থান নিলে পুলিশ জলকামান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
 

রোববার দুপুর ৩টার দিকে আন্দোলনরতরা ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। সহস্রাধিক শিক্ষক শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্ট মাজার রোডের দিকে যেতে থাকেন। এরপর তারা সচিবালয়ের দিকে রওনা দিলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে। বিকেল ৪টার কিছু আগে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। তবে আন্দোলনকারীরা সেখানে অবস্থান অব্যাহত রাখেন।
 

এর আগে শাহবাগে আন্দোলনরত শিক্ষকরা জানান, টানা ১১ দিন ধরে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং নিয়োগের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। তারা অভিযোগ করেন, যৌক্তিক আন্দোলন দমন করতে পুলিশ এর আগেও বলপ্রয়োগ করেছে। গত বৃহস্পতিবার তাদের ওপর জলকামান ও লাঠিপেটা করা হয়। এমনকি ৯ ফেব্রুয়ারি পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছিল, সেই দিনও আন্দোলনকারীরা পুলিশের লাঠিপেটার শিকার হন।
 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য তিনটি ধাপে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও তৃতীয় ধাপের নিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।
 

২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়, যেখানে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন।
 

কিন্তু কিছু নিয়োগবঞ্চিত ব্যক্তি আদালতে রিট করলে নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়। পরে ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ বাতিলের রায় দেন।
 

এর আগে বুধবার রাজধানীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে এবং বৃহস্পতিবার শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিয়োগবঞ্চিতরা। সেদিনও পুলিশ জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।