মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি:-
সারা বাংলাদেশের নেয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার প্রতিবাদে জামালপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে জামালপুর রেলওয়ে স্টেশনের গেটপাড় এলাকায় রেললাইনের পাশে গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৮০ থেকে ১০০ জন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র জনতা এ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভের ফলে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে থানাধীন বনপাড়া কবরস্থান নামক এলাকায় প্রায় ৪০ মিনিট দণ্ডায়মান অবস্থায় আটকে থাকে।
পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা পুলিশের যৌথ মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরপর তিস্তা এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা পুনরায় শুরু করে।
ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।