কারা মহাপরিদর্শক বদল: নতুন দায়িত্বে সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ আগu ২০২৪ ০৬:০৪ অপরাহ্ণ   |   ৬৯৯ বার পঠিত
কারা মহাপরিদর্শক বদল: নতুন দায়িত্বে সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন

ঢাকা প্রেস নিউজ


সামরিক সচিবের আদেশে বাংলাদেশ সেনাবাহিনীর কারা মহাপরিদর্শক পদে নতুন একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বিগ্রেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে এই পদ থেকে বদলি করে সেনাসদরের এমঅ্যান্ডকিউ পরিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

 

নতুন কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি এর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
 

১৯৯৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ৩১তম বিএমএ লং কোর্সে কমিশন লাভকারী মোতাহের হোসেন বিভিন্ন কমান্ড, স্টাফ ও ইন্সট্রাকশনাল এপয়েন্টমেন্টে দায়িত্ব পালন করেছেন। তিনি বংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি (বিএমএ), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিপসট) এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি ইউএনএমআইএসএসে বাংলাদেশ ব্যাটেলিয়ানকে নেতৃত্ব দিয়ে শান্তিরক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করেছেন।