নারায়ণগঞ্জ বন্দরের ওসির সহায়তায় ছোট্ট শিশু মরিয়ম ফিরলো আপন ঠিকানায় 

প্রকাশকালঃ ১৯ ডিসেম্বর ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ণ ০ বার পঠিত
নারায়ণগঞ্জ বন্দরের ওসির সহায়তায় ছোট্ট শিশু মরিয়ম ফিরলো আপন ঠিকানায় 

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জ জেলার  বন্দর থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম এর সহায়তায় ছোট্ট শিশু মরিয়ম ফিরে পেল তার আপন ঠিকানা।
 


উল্লেখ্য গত ৭ ডিসেম্বর আনুমানিক ৯ থেকে ১০ বছরের একটি মেয়েকে বন্দর  ইউনিয়ন পুরান বাজার কাজীবাড়ির সামনে ঘুরাঘুরি অবস্থায় রবিউল হোসেন'র চোখে পড়ে মায়া লেগে যায়, তখন মেয়েটিকে নাম ঠিকানা সম্পর্কে জিজ্ঞেস করলে মেয়েটির নাম মরিয়ম বলে পরিচয় দেয় এবং তার বাসা বরিশাল, মা ও বাবা দুজনেই মারা গেছে। তখন রবিউল হোসেন তার বাসায় নিয়ে মেয়ের মত মায়া যত্ন করেন। 

রবিউল হোসেনের স্ত্রী ৭ দিন পর বন্দর থানায় মরিয়মকে নিয়ে এসে ওসির নিকট শরণাপন্ন হয় এবং ওসি মরিয়ম'র জমানবন্দি নেয়।  

ওসি তরিকুল ইসলাম তৎক্ষনাৎ  সাংবাদিকদের নিউজ করার জন্য অনুরোধ করে এবং গণমাধ্যম কর্মীরা মরিয়মের নিউজ প্রচার করা শুরু করে।

অতঃপর মরিয়মের ভাই বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে, গণমাধ্যমকর্মীদের সাথে যোগাযোগ করে মরিয়মের খোঁজখবর পায়।

গতকাল ১৭ই ডিসেম্বর বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম এবং এস আই বকুল মরিয়মকে তার মামা এবং তার ভাইয়ের কাছে বুঝিয়ে দেয়।এসময় উপস্থিত ছিলেন ছিলেন গণমাধ্যম কর্মীগসহ মরিয়ম এর আত্মীয়-স্বজন। 
   
মানবতার ফেরিওয়ালা অফিসার ইনচার্জ (ওসি) পদে তরিকুল ইসলাম ৯ সেপ্টেম্বর বন্দর থানায় দায়িত্বভার গ্রহণ করেন।