‘জুলাই সনদ’কে ঐতিহাসিক দলিল হিসেবে দেখতে চায় কমিশন: ড. আলী রীয়াজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৫ ০১:৪৬ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
‘জুলাই সনদ’কে ঐতিহাসিক দলিল হিসেবে দেখতে চায় কমিশন: ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ‘জুলাই সনদ’ যেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রাপথে একটি ঐতিহাসিক দলিল হয়ে ওঠে—এমনটাই কামনা করে কমিশন।
 

সোমবার (২৮ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনের শুরুতে তিনি এ কথা বলেন।
 

ড. রীয়াজ জানান, প্রস্তাবিত মৌলিক সংস্কারের ২০টি বিষয়ের মধ্যে ইতোমধ্যে ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সাধারণ ঐক্যমত্য গড়ে উঠেছে। দলগুলোর পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রস্তাবগুলো একাধিকবার সংশোধন ও পরিমার্জন করেছে কমিশন। সোমবারের বৈঠকে নারী আসনে নির্বাচন পদ্ধতিসহ অবশিষ্ট অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
 

এদিকে সংলাপের শুরুতেই বিএনপি বৈঠক ত্যাগ করে। সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং ন্যায়পালের নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনার সময় তারা ওয়াকআউট করে।
 

তবে নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে আলোচনা চলাকালে বিএনপি সম্মতি প্রকাশ করেছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তবে অন্যান্য সংবিধিবদ্ধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে কমিশনের বাইরের কোনো নিয়োগ কমিটির প্রস্তাবে তারা আপত্তি জানিয়েছে।