ময়মনসিংহে  বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ মে ২০২৫ ০২:২৮ অপরাহ্ণ   |   ১৩২ বার পঠিত
ময়মনসিংহে  বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন 

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

"মানবতার পাশে,এক সাথে" এই শ্লোগান ধারণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত ৮ মে বিশ্ব ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে জন্মদিনের কেক কেটে জন্মদিন উদযাপন  এবং এক বর্ণাঢ্য রেলীর আয়োজন  করা হয়।
 

ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটি  ইউনিট  আয়োজিত এবং ময়মনসিংহ যুব রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আজ ৮মে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা   আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান  মুফিদুল আলম। 

 

প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত  বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার।ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এডভোকেট আনোয়ার আজিজ টুটুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শফিকুল ইসলাম।বক্তব্য রাখেন অধ্যাপক শেখ আমজাদ আলী, ডাঃমোহাম্মদ আলী সিদ্দিকী প্রমূখ।