ডিপজল সম্পাদক পদে বসতে পারবেন না: হাইকোর্টের নির্দেশ

প্রকাশকালঃ ২০ মে ২০২৪ ০১:২৭ অপরাহ্ণ ৫৮৪ বার পঠিত
ডিপজল সম্পাদক পদে বসতে পারবেন না: হাইকোর্টের নির্দেশ

                                                                                                         ছবি: সংগৃহীত



ঢাকা প্রেসঃ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনে সম্পাদক পদে বিজয়ী ডিপজল তার পদে বসতে পারবেন না। সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


২০ মে ২০২৪: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বাচসাস) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক ডিপজল সম্পাদক পদে বসতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২০ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, বুধবার (১৫ মে) একই বেঞ্চে রিট আবেদন করেছিলেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে তদন্ত কমিটি গঠন ও নতুন করে নির্বাচনের দাবী জানানো হয়েছিল।

আদেশের পর:

হাইকোর্ট নির্বাচন কমিশনকে নির্বাচনের অনিয়ম-কারচুপির অভিযোগ তদন্ত করে সপ্তাহখানেকের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।

নিপুণ আক্তারের অভিযোগ তদন্ত করে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশের ডিবি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।