ধারাবাহিক উন্নতিতে খুশি তানজিদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
ধারাবাহিক উন্নতিতে খুশি তানজিদ

ক্রীড়া প্রতিবেদক, সিলেট:-


 

প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ৮ উইকেটে, হাতে ছিল আরও ৩৯ বল। দ্বিতীয় ম্যাচে ছিল আরও আক্রমণাত্মক; এবার জিতেছে ৯ উইকেটে, হাতে ছিল ৪১ বল। ফলে সিরিজের শেষ ম্যাচে নামবে তারা ২-০ ব্যবধানে এগিয়ে থেকে।
 

এমন দাপুটে পারফরম্যান্সের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল—বাংলাদেশ বেশি ভালো খেলছে, নাকি নেদারল্যান্ডস প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না? দলের প্রতিনিধি তানজিদ হাসান তামিম পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, ‘আপনার কাছে কী মনে হয়?’ পরে তিনি যোগ করেন, ‘আসলে এখানে ভালো বা খারাপের আলাদা কিছু নেই। টি২০ এমন এক ফরম্যাট, যেখানে ছোট-বড় দলের পার্থক্য থাকে না। যার দিনে যে দল ভালো খেলবে, সেই জিতবে।’
 

বোলারদের প্রশংসা করতে গিয়ে ব্যাটারদেরও উল্লেখ করেন তানজিদ। তাঁর ভাষায়, ‘দলের ভেতরে স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে। যে-ই সুযোগ পাচ্ছে, কাজে লাগানোর চেষ্টা করছে। বোলিং ইউনিটে যেমন বোঝাপড়া দারুণ, ব্যাটিং ইউনিটেও একই রকম।’
 

গতকাল ৪০ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙলেও লিটন কুমার দাসকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন তানজিদ। ৪০ বলে করেন ৫৪ রান। কন্ডিশনে লম্বা সময় অনুশীলনের সুযোগ কাজে এসেছে বলেও জানান তিনি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে সিরিজ জয়কেই বড় সাফল্য মনে করছেন তরুণ ওপেনার— ‘আলহামদুলিল্লাহ, আমরা আজ সিরিজ জিতেছি।’
 

টানা সিরিজ জয়ের ধারায় উন্নতি দেখছেন তানজিদ, ‘আমরা শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে জিতেছি। নেদারল্যান্ডসের বিপক্ষেও জিতলাম। প্রতিনিয়ত উন্নতি হচ্ছে।’