স্পোর্টস ডেস্ক:-
ক্রিকেট দুনিয়ায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এটি শুধু পুরোনো দ্বৈরথই নয়, বরং ক্রিকেট ঐতিহ্যের প্রতিচ্ছবি। ফরম্যাট যাই হোক, এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে থাকে আভিজাত্যের ছোঁয়া।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।
ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জশ বাটলার, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।
ট্র্যাভিস হেড, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন দ্বারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন।