ঢাকা প্রেস নিউজ
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের একটি দল। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করলেও, সেগুলোর ধরন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
আজ সোমবার সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫-৬ জন সদস্য ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র এসএসপি জসিম উদ্দিন খান জানান, সিআইডির একটি দল সকাল থেকেই ৩২ নম্বর ভবনটি পরিদর্শন করছে।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে জানান, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। এসব হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা নির্ধারণ করতে সিআইডির ক্রাইম সিন দলকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করে পরবর্তী পরীক্ষার জন্য নিয়ে যাবে এবং তাদের ল্যাবে বিশ্লেষণ করে জানাবে এটি মানবদেহের অংশ কিনা।
এ প্রসঙ্গে, ধানমন্ডি ৩২ নম্বরের কোন স্থানে হাড়গোড় পাওয়া গেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য না থাকলেও, ওসি জানান যে, এগুলো ধানমন্ডি ৩২ নম্বরেই পাওয়া গেছে।
এর আগে, গতকাল রোববার ধানমন্ডি ৩২ নম্বরে একটি গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকার সন্দেহে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। তবে সেখানে কিছুই পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।