রিয়ার সল্ট লেকের বিপক্ষে বুধবার ২-০ গোলের জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) নতুন মৌসুম শুরু করেছে ইন্টার মিয়ামি। নিজে গোল না পেলেও মিয়ামির দুটি গোলেরই যোগানদাতা ছিলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক কাল পুরো ৯০ মিনিট খেলেছেন। দারুন পারফরমেন্সের মাধ্যমে তিনি মৌসুমের শুরুতে ফিটনেস শঙ্কাকে একেবারে উড়িয়ে দিয়েছেন। ইনজুরির কারনে গত মৌসুমের শেষটা খেলা হয়নি। প্রাক-মৌসুমেও কিছু কিছু ম্যাচে তিনি বিশ্রামে ছিলেন।
ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে মেসির সাথে মূল দলে ছিলেন আরো তিন সাবেক বার্সা খেলোয়াড় লুইস সুয়ারেজ, মিডফিল্ডার সার্জিও বাসকুয়েটস ও লেফট-ব্যাক জোর্দি আলবা। ৩৯ মিনিটে বাসকুয়েটসের কাছ থেকে বল নিয়ে মেসি চতুরতার সাথে ফিনিশ ফরোয়ার্ড রবার্ট টেইলরের দিকে বাড়িয়ে দেন। টেইলরের লো শটটি আটকাতে পারেননি সল্ট লেক গোলরক্ষক জ্যাক ম্যাকম্যাথ।
৮৩ মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে সুয়ারেজের কাছে দেন মেসি। এরপর মেসি সেই বল বাড়িয়ে দেন গোমেজকে। প্যারাগুয়ের এই মিডফিল্ডার সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুন করেন।
ম্যাচ শেষে অ্যাপল টিভিকে সুয়ারেজ বলেছেন, ‘আমি খুবই খুশি। কারণ, প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। দলকে ট্রফি জেতাতে নিজের সেরাটা দিতে চাই। আমি জানতাম আমার সামনে কী আছে। কারণ আগে থেকেই এই লিগ অনুসরণ করছি। আমার বন্ধুরা আমাকে বলেছে এখানে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হব।’