মাদারগঞ্জ উপজেলা যুবদল নেতা মোখলেস এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুব সমাবেশ 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৫ ০৪:২৯ অপরাহ্ণ   |   ৫০ বার পঠিত
মাদারগঞ্জ উপজেলা যুবদল নেতা মোখলেস এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুব সমাবেশ 

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-

 


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 


উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে শোভাযাত্রাটি বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে যুবদলের কার্যালয়ের সামনে শেষ হয়।  


এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ চত্বর।


যুবদল নেতা মোখলেস স্বৈরাচারী সরকারের আমলে অসংখ্য মিথ্যা মামলার আসামি ছিলেন। এবং বার বার জেল খেটেছেন। 


সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস,১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান এবং জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার প্রমুখ।


এ সময় উপজেলা,পৌর ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ এবং হাজারো কর্মীসমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।