গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৩ ০৩:৩৭ অপরাহ্ণ   |   ৩৮৭ বার পঠিত
গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলার

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলার পরে ভবনের ধ্বংসাবশেষ থেকে ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গাজার সিভিল ডিফেন্স ইউনিটের বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার রাতে গাজা উপত্যকার আটটি শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন।


স্থানীয় হাসপাতালগুলো জানিয়েছে, আহতদের চিকিৎসা দিতে তারা হিমশিম খাচ্ছে। উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক আল-জাজিরাকে বলেন, আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছি।

গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। হামাসের হামলার পর থেকে গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৫১ এবং আহতের সংখ্যা ১৪ হাজার ২৪৫ জনে দাঁড়িয়েছে।