আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীতের ছোঁয়া ধীরে ধীরে তীব্র হচ্ছে। বাতাসে হালকা শীতের অনুভূতি বিরাজ করছে, যদিও দিনের বেলায় সূর্যের তাপে তাপমাত্রা ঘরে থাকছে ৩০.২ থেকে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর ফলে জেলার আবহাওয়া তৈরি করছে শীত ও গরমের এক মিশ্রিত অনুভূতি।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিন মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি।
এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ছড়িয়ে পড়েছে চারপাশে। মাঠ-ঘাট, গ্রামীণ এলাকা এবং শহরের রাস্তাঘাটও ঢেকে যাচ্ছে সাদা কুয়াশার চাদরে। যানবাহন চলাচলের সময় হেডলাইট জ্বালানো বাধ্যতামূলক হয়ে পড়েছে।
জেলা সদরের অটোচালক মোহাম্মদ আলী বলেন, "সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনের রাস্তা পরিষ্কার দেখা যায় না।"
চান্দের বাজার এলাকার বাসিন্দা মোঃ শাহে আলম জানান, "সকাল বেলায় খুব ঠান্ডা লাগে, শীতের পোশাক না পরলে বাইরে থাকা কঠিন।"
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় বলেন, "বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ডিসেম্বর জুড়ে কুড়িগ্রাম ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।"