মানুষ কাগজে কলমে পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয় নাই: সুজন কেন্দ্রীয় সমন্বয়।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ জুলাই ২০২৫ ০৪:০৮ অপরাহ্ণ   |   ৮০ বার পঠিত
মানুষ কাগজে কলমে পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয় নাই: সুজন কেন্দ্রীয় সমন্বয়।

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ-


 

সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীরই গণতান্ত্রের রক্ষা কবচ"জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  


গতকাল বুধবার(৯ জুলাই) কুমিল্লা মহানগরীর একটি রেস্টুরেন্ট মিলনায়তনে সুজন (সুশাসনের জন্য নাগরিক)  আয়োজিত কুমিল্লা জেলা সুজন(সুশাসনের জন্য নাগরিক) জেলা শাখা সভাপতি শাহ মোঃ আলমগীর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুজনের কেন্দ্রীয় কমিটির সমন্বয় দীলিপ কুমার সরকার, সহ সমন্বয় জিল্লুর রহমান,  নোয়াখালী জেলা শাখা সভাপতি আবু নাছের মিন্টু, চাঁদপুর জেলা শাখা সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন ও লক্ষীপুর জেলা শাখা সভাপতি কামাল হোসেন,  কুমিল্লা মেডিকেল কলেজের ডাঃ আরিফ হোসেন খান, কুমিল্লা সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ ও মেজর শফিকুর রহমান, সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, আবুল কালাম আজাদ ভূঁইয়াসহ কুমিল্লা,, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর জেলা শাখা  সুজন(সুশাসনের জন্য নাগরিক) কমিটির চিকিসৎক,আইনজীবী, ব্যাবসায়ীক, শিক্ষক, সাংবাদিক, কবি সাহিত্যেক, তরুন প্রজন্ম  ও নানা পেশাজীবি। বক্তৃতা বলেন, মানুষ কাগজে কলমে পরিবর্তন হয়েছে, মানুষ কি পরিবর্তন হয়েছে।মানুষকে পরিবর্তন হতে হবে। নিজেকে সুশাসনে রাখবো, নিজের পরিবার পরিজন কে সুশাসন নিশ্চিত করতে হবে। মানুষ সৎ হতে হবে।তাহলে ভালো বাঙ্গালি হবো, ভালো বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনা দায়িত্ব নিতে হবে। আমরা সুজন আগামী সংসদ নির্বাচন কিছু পরিবর্তন আনছি। পরিবর্তনের সাথে থাকার আহবান জানান তিনি।