জ্বলন্ত এক বিস্ফোরক: শেখ সেলিম

প্রকাশকালঃ ০৫ মে ২০২৪ ০৪:২৯ অপরাহ্ণ ১৬৮ বার পঠিত
জ্বলন্ত এক বিস্ফোরক: শেখ সেলিম

জ্বলন্ত এক বিস্ফোরক শেখ সেলিম ১৯৪৯ সালের ২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ ফজলুল করিম সেলিম। তার পিতার নাম শেখ নুরুল হক। তিনি খুলনার সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এসএসসি ও ঢাকার টেকনিক্যাল কলেজ থেকে ১৯৬৫ সালে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সাথে বিএসসি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সাথে ডিপ্লোমা ইন স্ট্যাটিসটিক্স ডিগ্রি লাভ করেন। শেখ সেলিম বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি এর ছোটভাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মামাতো বোন। তিনি বর্তমান যুবলীগের সভাপতি শেখ পরশ ও ঢাকা সিটি দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের আপন চাচা।


শেখ ফজলুল করিম সেলিম বাংলাদেশ আওয়ামীলীগের স্থায়ী কমিটির সদস্য। মোল্লা জালাল উদ্দীন আহমেদের মৃত্যুর পর ৫ মার্চ ১৯৮০ সালের তৎকালীন ফরিদপুর-১০ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য হিসেবে জীবনের ১ম নির্বাচিত হন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ১৫ দলের প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে ২য় বারের মতো নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ৩য় ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৪র্থ বারেরর মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় ২৮ ডিসেম্বর ১৯৯৯ সাল থেকে ১৫ জুলাই ২০০১ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৫ম বারের মতো গোপালগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৬ষ্ঠ বারের মতো গোপালগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ৭ম, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ম ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ম বারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য। তাঁর কঠোর বক্তব্যে অপসংস্কৃতি ও ষড়যন্ত্রকারীরা আজ কোনঠাসা হয়ে পড়েছে।


যেমনঃ
★ সেনাবাহিনী আর কোনোদিন ক্ষমতা নেওয়ার সাহস পাবে না : শেখ সেলিম- ২৩ ফেব্রুয়ারি ২০১৫
★ বিদেশিদের নাক গলাতে মানা করলেন শেখ সেলিম- ১০ নভেম্বর ২০১৫
★ কোনো অপশক্তি আর মাথাচাড়া দিতে পারবে না: শেখ সেলিম- ০১ জানুয়ারি ২০১৯
★ প্রশ্ন করে সংসদে না থাকাটা ফ্যাশন হয়ে গেছে: শেখ সেলিম- ২৫ ফেব্রুয়ারি ২০১৯
★ ধর্ষকদের আইনে নয়, ফায়ারিং স্কোয়াডে বিচার করা উচিত: সেলিম- ২৯ এপ্রিল ২০১৯
★ জিয়ার জন্ম পাকিস্তানে : শেখ সেলিম- ০৯ ডিসেম্বর ২০১৯
★জাতির পিতা মৃত্যুকে কখনো ভয় পেতেন না: শেখ সেলিম- জানুয়ারি ২৮, ২০২০
★ বঙ্গবন্ধু হত্যার পেছনে জড়িতদের খুঁজে বের করতে কমিশন গঠনের দাবি: শেখ সেলিম- ১১ ফে ২০২৩
★ শেখ হাসিনার রাষ্ট্রে মাস্তানি চলবে না: শেখ সেলিম- ২৬ অক্টোবর, ২০২০
★ সংসদে হেফাজত নিষিদ্ধের দাবি শেখ সেলিমের- ২৮ জুন ২০২১
★ আঃ লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে: শেখ সেলিম- সোমবার, ৩০ মে, ২০২২
★ নির্বাচনে না এলে বিএনপির অবস্থা হবে ন্যাপের মতো: শেখ সেলিম- সোমবার, ৩০ মে, ২০২২
★ গণতন্ত্রকে যারা হত্যা করেছে, তারা আমাদের গণতন্ত্র শেখাচ্ছে : শেখ সেলিম- ৩০ মে ২০২২
★ ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধের ডাক: শেখ সেলিম- ৩০ নভেম্বর, ২০২২
★ কূটনীতিকদের সতর্ক করলেন: শেখ সেলিম- ৯ ডিসেম্বর ২০২২
★ বিএনপিকে দল নয়, একটা সমিতি বলা যায়: শেখ সেলিম- ০৮ জানুয়ারি ২০২৩
★ প্রধানমন্ত্রীর সিকিউরিটিতে দুষ্কৃতকারী আছে: শেখ সেলিম- ৫ আগষ্ট ২০২৩
★ ৭৫ এর হত্যাকাণ্ডের সময় মানবাধিকার কোথায় ছিল, প্রশ্ন শেখ সেলিমের- ০৫ আগস্ট ২০২৩
★ প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে, সতর্ক করলেন: শেখ সেলিম- ০৭ আগস্ট, ২০২৩
★ প্রশ্ন করার নামে বক্তৃতা কেন: শেখ সেলিম- ৩১ আগষ্ট ২০২৩
★ বিএনপিকে বাংলার জনগণ নিশ্চিহ্ন করে দেবে : শেখ সেলিম- ১ জানুয়ারি ২০২৪
★ বিএনপির এ দেশে রাজনীতি করার অধিকার নেই : শেখ সেলিম- ১২ ফেব্রুয়ারি ২০২৪
★ বিএনপি রাজনৈতিক দল নয়, স্বাধীনতাবিরোধী গোষ্ঠী: শেখ সেলিম- ১৩ ফেব্রুয়ারি ২০২৪ এমন স্পষ্ট বক্তব্য দিয়ে শেখ সেলিম জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগকে অপসংস্কৃতি ও ষড়যন্ত্র থেকে মুক্ত রেখেছেন। তাই বলতেই হয় জ্বলন্ত এক বিস্ফোরক শেখ সেলিম।