প্রকাশকালঃ
২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৩:১৯ অপরাহ্ণ ২৪৩ বার পঠিত
কুড়িগ্রাম জেলা জজ আদালত জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই আদালতে ৩টি পদে মোট ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সমমান
পদসংখ্যা: ১৫
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ৩০ শব্দের গতি এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০- ২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
২. পদের নাম: জারীকারক
পদসংখ্যা: ৯
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)
৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৪
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীতের এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে অফিস সময়ের মধ্যে চেয়ারম্যান, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা জজ, কুড়িগ্রাম ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই নিজ জেলা ও পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। ১৫ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাবরক্ষক, নাজির, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর), জারীকারক ও অফিস সহায়ক পদে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন বিজ্ঞপ্তিতে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/সমমান পদের বিপরীতে ২০০ টাকা এবং অন্যান্য প্রত্যেক পদের বিপরীতে ১০০ টাকা ‘চেয়ারম্যান, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি, জেলা জজ আদালত, কুড়িগ্রাম, হিসাব নম্বর-৫২০৮৪০২০০১৯১১, সোনালী ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম শাখা, কুড়িগ্রাম’ বরাবর পেমেন্ট অর্ডার/ডিডি/সরাসরি ভাউচারের মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমার মূল রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।