মিরাজের ৫ উইকেট, পাকিস্তান থামল ২৭৪ রানে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ আগu ২০২৪ ০৬:৪৭ অপরাহ্ণ   |   ৫৭৯ বার পঠিত
মিরাজের ৫ উইকেট, পাকিস্তান থামল ২৭৪ রানে

পাকিস্তানের বিপক্ষে ২য় টেস্টে বাংলাদেশ দারুণ পারফর্ম করেছে তাসকিন মিরাজরা। তাদের বোলিং তোপে ২৭৪ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।

সাইম আয়ুব ৫৮ শান মাসুদ ৫৭৮ আর সালমানের ৫৪ এই ৩ ফিফটি এসেছে পাকিস্তানি ব্যাটারদের কাছ থেকে। বাবর আজম সেট হয়েও ৭৭ বলে ৩১ রান করে সাকিবের বলে আউট হয়ে যান। আগের ম্যাচে অসাধারণ খেলা রিজওয়ানো আজকে নাহিদ রানার বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। রিজওয়ান করেন ৬৩ বলে ২৯ রান। অন্যরা খুব একটা রান পাননি।
বাংলাদেশিদের পক্ষে তাসকিন পেলেন ৩ উইকেট , মিরাজ ৫ উইকেট, সাকিব ১ টি ও নাহিদ রানা ১ টি উইকেট।