দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:-
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় এক নারী চোরাকারবারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে দৌলতপুর সীমান্তের আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোছাঃ জালেমা বেগম (৪৫) নামের এক নারী চোরাকারবারীকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রেফায়েতপুর গ্রামের বাসিন্দা ও হারিস মন্ডলের মেয়ে। তার কাছ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, মোহাম্মদপুর গ্রামের খেজমত আলীর ছেলে মোঃ সুবেল (৩০) পালিয়ে যায়। আটক নারীকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এছাড়াও, মঙ্গলবার প্রাগপুর সীমান্তের জামালপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২১০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ০.৬৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। মথুরাপুর সীমান্ত থেকে ২ কেজি ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল এবং কাথুলী বিওপি সীমান্ত এলাকা থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ১৬ হাজার টাকা। বিজিবি সংস্থাটি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।