"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫।
বুধবার (২৬ নভেম্বর) সকালে ময়মনসিংহ প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“প্রাণিসম্পদ কেবল একটি খাত নয়; এটি গ্রামীণ জীবনের হৃদস্পন্দন, কৃষকের অর্থনৈতিক নিরাপত্তার ভিত্তি এবং জাতির পুষ্টির অন্যতম প্রধান উৎস। প্রাণিসম্পদ একটি বহুমুখী সম্পদ, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
সভাপতি বক্তব্যে জেলা প্রশাসক বলেন,
“খামারিদের উৎপাদিত দুধ, ডিম ও মাংস আমরা নিজেরাই গ্রহণ করি। তাই উৎপাদনের প্রতিটি ধাপে নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
এর আগে সকালেই প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, খামারি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।