সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে এনআরবিসি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রকাশকালঃ
০৮ জুলাই ২০২৪ ০৪:৪৮ অপরাহ্ণ ৭০৫ বার পঠিত
সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের মোবাইল অ্যাপ বিভাগে ২ জন জনবল নিয়োগ দিবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদন করা যাবে আগামী ২১ জুলাই পর্যন্ত।
আবেদন করতে যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে। সিএস/সিএসই/আইটি অথবা সম্পর্কিত বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীকে অবশ্যই অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের UI/UX ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে। পাশাপাশি দক্ষ হতে হবে মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন ও ডেভেলপমেন্টে।
এ ছাড়াও নেটওয়ার্ক লেয়ার ইমপ্লিমেন্টেশন, ফায়ারবেস, পুশ নোটিফিকেশন, লোকেশন, ম্যাপ এপিআই ও গুগল ক্যালেন্ডার ইন্টিগ্রেশনের অভিজ্ঞতা থাকা লাগবে। এ পদে আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ-সুবিধা পাবেন।