নতুন শিল্পে গ্যাসের দাম দ্বিগুণের বেশি বৃদ্ধির প্রস্তাব পেট্রোবাংলার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪৪ অপরাহ্ণ   |   ৮৫ বার পঠিত
নতুন শিল্পে গ্যাসের দাম দ্বিগুণের বেশি বৃদ্ধির প্রস্তাব পেট্রোবাংলার

ঢাকা প্রেস নিউজ

 

নতুন শিল্প খাতে গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে বিতরণ কোম্পানিগুলোর পক্ষে পেট্রোবাংলা এই প্রস্তাব উত্থাপন করে। গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
 

পেট্রোবাংলার প্রস্তাব অনুযায়ী, নতুন শিল্প কারখানার বয়লার ও ক্যাপটিভ জেনারেটরে ব্যবহৃত গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, প্রতিশ্রুত গ্রাহকদের (যারা ইতোমধ্যে অনুমোদন পেয়েছেন) জন্য গ্যাসের বিলের অর্ধেক বর্তমান দরে এবং অর্ধেক ৭৫.৭২ টাকায় নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে শুনানি চলমান রয়েছে।
 

তবে ব্যবসায়ীরা গ্যাসের মূল্যবৃদ্ধির বিরোধিতা করে জানিয়েছেন, বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব মেনে গ্যাসের দাম বাড়ানো হলে দেশের শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে এবং দেশ আমদানি নির্ভর হয়ে পড়তে পারে।
 

গত রোববার "সাশ্রয়ী দামে জ্বালানি ও শিল্প উৎপাদনে এর প্রভাব" শীর্ষক এক সেমিনারে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, গ্যাসের দাম দ্বিগুণ করার সিদ্ধান্ত পণ্যের উৎপাদন খরচ বাড়িয়ে দেবে। এতে শিল্পকারখানাগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং বিনিয়োগ নিরুৎসাহিত হবে।