ঢাকা প্রেস নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘রেজিস্ট্যান্স উইক’-এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সারাদেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে। রাজধানীর শাহবাগে সকাল ১০টায় কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা ‘খুনি শেখ হাসিনার বিচারসহ’ চার দফা দাবিতে সোচ্চার হয়েছেন।
১৫ আগস্টকে কেন্দ্র করে উদ্বেগ:
১৫ আগস্ট ঘিরে ‘ক্যু’ হওয়ার আশঙ্কা বিবেচনা করে ছাত্ররা রাজপথে নেমেছেন। জাতীয়তাবাদী ছাত্রদলও পিলখানা হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার তাণ্ডবসহ বিভিন্ন ঘটনায় শেখ হাসিনার বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন স্থানেও ছাত্ররা রাস্তায় নেমেছেন।
ধানমন্ডি ৩২ ঘিরে সতর্কতা:
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অ্যালায়েন্স ধানমন্ডি ৩২ ঘিরে কোনো ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে না দেওয়ার জন্য সতর্ক থাকছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধানমন্ডি ৩২ এলাকায় জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে।
সরকারি ছুটি বাতিল:
আওয়ামী সরকারের আমলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হলেও অন্তর্বর্তীকালীন সরকার এই ছুটি বাতিল করেছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। তবে প্রতিবিপ্লবের আশঙ্কায় ছাত্ররা মাঠে রয়েছেন।
সম্প্রীতির সমাবেশ:
বুধবার শাহবাগে সম্প্রীতির সমাবেশে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে যেন কেউ রাজপথে ক্যু করার চেষ্টা করতে না পারে; সেজন্য ছাত্র-জনতা রাজপথ দখলে রাখবে।