বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। এমন মন্তব্যের বিষয়ে ভারত কখনোই নীরব থাকবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি।
মঙ্গলবার লুমডিংয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসামের মুখ্যমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, গত এক বছর ধরেই বাংলাদেশ থেকে এমন বক্তব্য শোনা যাচ্ছে যে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত—যা সম্পূর্ণ অনভিপ্রেত ও উসকানিমূলক।
উল্লেখ্য, আলোচিত মন্তব্যটি করেন সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর সিনিয়র নেতা হাসনাত আবদুল্লাহ। সোমবার তিনি দাবি করেন, ভারত সরকার যদি বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে ঢাকা তার প্রতিশোধ নিতে পারে। প্রতিশোধ হিসেবে তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘বিচ্ছিন্ন’ করার উদ্যোগ নেওয়া এবং ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সমর্থন দেওয়ার কথা বলেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে দুর্বল, কারণ অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে কেবল শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’ দিয়ে সংযুক্ত।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ড. হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “ভারত একটি বৃহৎ দেশ, একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এমন চিন্তাভাবনা করতে পারে?” তিনি আরও বলেন, এই ধরনের ভাবনা ভুল এবং বাংলাদেশের কিছু মানুষের মানসিকতা সঠিক নয়।
আসামের মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, “এই ধরনের মনোভাবকে প্রশ্রয় দেওয়া যাবে না। তাদের শেখানো উচিত যে, এভাবে আচরণ চালিয়ে গেলে ভারত চুপ করে থাকবে না।”
তার এই কঠোর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে, এ ধরনের উসকানিমূলক বক্তব্য ও দাবিকে ভারত সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।