ভোজ্যতেলের বাজারে অস্থিরতা এক সপ্তাহের মধ্যে কমবে: বাণিজ্য উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০০ অপরাহ্ণ   |   ১২৯ বার পঠিত
ভোজ্যতেলের বাজারে অস্থিরতা এক সপ্তাহের মধ্যে কমবে: বাণিজ্য উপদেষ্টা

খুলনা ব্যুরো:-

 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে সিন্ডিকেটের প্রভাব সরকারের নিয়ন্ত্রণের বাইরে নয়। সরকারের কঠোর নজরদারিতে বিভিন্ন পণ্যের মজুদ ও সরবরাহ রয়েছে। ফলে, বর্তমানে ভোজ্যতেলের বাজারে যে অস্থিরতা চলছে, তা এক সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হবে।
 

সোমবার দুপুরে খুলনার দৌলতপুর জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

তিনি জানান, কুড়িগ্রামে বন্ধ থাকা একটি সরকারি টেক্সটাইল মিল সম্প্রতি বেসরকারি খাতে লিজ দেওয়া হয়েছে, যা ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে। চলতি সপ্তাহেই আরও তিনটি পাটকল লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। সরকারি ব্যবস্থাপনায় পাটকল পরিচালনায় বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তাই এসব মিল বেসরকারি খাতে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

উপদেষ্টা আরও বলেন, দেশে বিদ্যমান সব পাটকল সচল রাখতে বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন পাটের প্রয়োজন, অথচ দেশে উৎপাদিত পাটের পরিমাণ মাত্র ১২ লাখ মেট্রিক টন। বিশ্বব্যাপী বার্ষিক পাট উৎপাদন মাত্র ২৫ লাখ মেট্রিক টন। এ পরিস্থিতিতে শুধুমাত্র পাটভিত্তিক শিল্প চালু রাখা বাস্তবসম্মত নয়। তাই বেসরকারি খাতে লিজ প্রদানের ক্ষেত্রে শর্ত শিথিল করে অন্যান্য শিল্প কারখানা স্থাপনের সুযোগ রাখা হচ্ছে।

 

তিনি জানান, খুলনার দৌলতপুর জুট মিলটি বেসরকারি উদ্যোগে চালু হওয়ায় ইতোমধ্যে ৭০০ জনের কর্মসংস্থান হয়েছে এবং ভবিষ্যতে আরও ৩,০০০ জনের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। মিলটিতে একসঙ্গে পাটপণ্য ও জুতার উৎপাদন অব্যাহত রাখা হয়েছে, যা লাভজনক ও টেকসই উদ্যোগ হিসেবে গড়ে উঠছে। সরকারি ব্যবস্থাপনার তুলনায় এ ধরনের বেসরকারি উদ্যোগ অধিক কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
 

মিল পরিদর্শনকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও দৌলতপুর জুট মিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।