রামু (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলায় পাথর ভেবে প্রায় এক দশক ধরে একটি বোমার ওপর কাপড় ধুয়ে আসছিল স্থানীয়রা। সম্প্রতি বস্তুটির প্রকৃত পরিচয় প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকার ৮ নম্বর ওয়ার্ডের একটি পুকুরপাড় থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত কোনো অবিস্ফোরিত অথবা অকার্যকর বোমা হতে পারে।
তিনি বলেন, “বোমাটি বর্তমানে নজরদারিতে রাখা হয়েছে। সেনাবাহিনীকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। বস্তুটির ভেতরে কোনো বিস্ফোরক রয়েছে কি না এবং এটি কতটা ঝুঁকিপূর্ণ—তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে পুকুর খননের সময় বোমাসদৃশ বস্তুটি পাওয়া যায়। তখন সেটিকে বড় পাথর ভেবে পুকুরপাড়েই রেখে দেওয়া হয়। এরপর দীর্ঘদিন ধরে আশপাশের মানুষ সেটির ওপর কাপড় ধুয়ে আসছিলেন। বোমাটি উদ্ধারের পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এলাকাটি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়দের ওই স্থানে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।