সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন আহত ছাত্রদের পাশে

প্রকাশকালঃ ১৮ আগu ২০২৪ ০১:৪৭ অপরাহ্ণ ৫০৮ বার পঠিত
সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন আহত ছাত্রদের পাশে

ঢাকা প্রেস নিউজ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সহায়তা করতে এগিয়ে এসেছে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন (এসএএএফ)। রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

 

আন্দোলনে আহত ১৪২ জন, যার মধ্যে ৪৭ জন শিক্ষার্থী, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করবে এসএএএফ।
 

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম জানান, সংঘর্ষে ১৩ জনের পা এবং একজনের হাত কাটা হয়েছে। এসএএএফ তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে। এমনকি দেশের বাইরে উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও তা নিশ্চিত করবে।
 

নিটোর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের জন্য বিশেষ কেয়ার ইউনিট করা হয়েছে। হাসপাতালের পরিচালকসহ ৫ সদস্যের একটি কমিটি তাদের চিকিৎসা নিশ্চিত করবে।
 

সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের উপ-মহা ব্যবস্থাপক আশা পল জানান, তারা আহতদের ওষুধ ও আর্থিক সহযোগিতা দিচ্ছেন।