টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৫ ০৫:০১ অপরাহ্ণ   |   ১০৬ বার পঠিত
টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গী।
 

সোমবার (২৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের কুঠিবয়ড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত মাহবুবের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। তিনি পল্লী বিদ্যুতে কর্মরত ছিলেন। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব আলম তার এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে করে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন। কুঠিবয়ড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু ঘটে এবং তার সঙ্গী গুরুতর আহত হন।
 

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহবুবের মরদেহ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়।
 

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, “মরদেহের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”