নওগাঁর পত্নীতলায় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন

প্রকাশকালঃ ২১ নভেম্বর ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ ০ বার পঠিত
নওগাঁর পত্নীতলায় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন

ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেছে নজিপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 
 

 

বুধবার ( ২০ নভেম্বর) সকাল থেকে ক্যাম্পাসের জনবহুল স্থানগুলোতে ‘আমাদের ক্যাম্পাস আমরাই রাখবো পরিষ্কার’ স্লোগান লেখা সংবলিত ডাস্টবিন স্থাপন করেন তারা।

 

ডাস্টবিন স্থাপনের বিষয়ে নওগাঁ জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ও পত্নীতলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান জানান, ছাত্রদল সবসময় ছাত্রবান্ধব কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে আমরা জনাকীর্ণ স্পটগুলোতে ময়লা আবর্জনা রাখার ডাস্টবিন স্থাপন করেছি। অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদল ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে ছাত্র বান্ধব কর্মসূচি অব্যাহত রাখবো। আমি মনে করি ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সকল শিক্ষার্থীর দায়িত্ব এবং কর্তব্য।

 

এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু হোরাইরা বিল্লা, যুগ্ম আহবায়ক আকরাম হোসেন, ছাত্রনেতা সজল, রাজু, মাহমুদুল, মেহেরাব, সাকিব, মশিউর সহ অন্যান্য নেতাকর্মীরা।