মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-
বাংলাদেশ রেলওয়ে মেডিকেল এমপ্লয়ীসজ অ্যাসোসিয়েশন ঢাকা শাখার নবনির্বাচিত সভাপতি ডেন্টিস্ট্রি মোঃ মাজহারুল ইসলাম খান হীরা এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে রেলওয়ে হাসপাতাল চত্বরে আলোচনা সভা ও নবনির্বাচিত বাংলাদেশ রেলওয়ে মেডিকেল এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের পরিচিতি সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির নাজমুল হক টিটু ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান চিকিৎসা কর্মকর্তা পূর্ব ডাঃ ইবনে সফি আব্দুল আহাদ ,বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম ডিজি, অতিরিক্ত বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডাঃ তুহিন বিনতে হালিম সহকারী সার্জন /বহির্বিভাগ ডাঃ আঞ্জুমান আরা, সহকারী সার্জন /রেডিওলজী ডাঃ ইয়াসির আহমেদ মাসুম,সহকারী সার্জন / জরুরি বিভাগ ডাক্তার ফামিদা ইয়াসমিন,গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সামছুন নাহার স্বপ্না,কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জফির উদ্দিন আক্কু শাখা ও অন্যান্য নেতৃবৃন্দ ।
সভায় কেন্দ্রীয় কমিটির আহবায়ক আগামী তিন বছরের জন্য বিশেষজ্ঞ ডেন্টিস্ট্রি মোঃ মাজারুল ইসলাম হীরা খানকে সভাপতি এবং মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ রেলওয়ে মেডিকেল এমপ্লয়ীসজ অ্যাসোসিয়েশন ঢাকা শাখা কার্যকর কমিটির নাম ঘোষণা করেন,কার্যকর সভাপতি মোঃ মাসুদ মোস্তফা,সিনিয়র সহ-সভাপতি রিঙ্কু চক্রবর্তী,সহ-সভাপতি টুম্পা সরকার, যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান, মোঃ সুমন ,নাজমুল হুদা, সহ-সম্পাদক কামরুল হাসান,সাদিকা ইয়াসমিন, আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন,বাবুল মিয়া,জয়দেব,ফারজানা,ইয়াসমিন,ফিরোজ আলম,শুক্কুর আলী সরদার,লাবু সরদার,এনামুল হক,ইকবাল হোসেন,জাহিদুল ইসলাম,রেবেকা সুলতানা,বিপ্লব সরদার,মোঃ আব্দুল খালেক,শেখ আনোয়ার ,কুতুবে রাব্বানী,মোঃ হেলাল রুবেল প্রমূখ।
নবনির্বাচিত সভাপতি হীরা খান বলেন শূন্য হাতে কমিটির দায়িত্ব বুঝে নেওয়া হল ।
আগামী দিনে স্বচ্ছতার সাথে কমিটি পরিচালনা করতে পারি সেটার জন্য যা যা করার দরকার তা করা হবে,সকলের সহযোগিতায় সুন্দরভাবে ইফতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় ন্যায় সংগত কাজগুলো করা হবে এবং কর্মকর্তা গণ কর্মচারীদের প্রতি সুদৃষ্টি বজায় রাখেন,পর্যাপ্ত লোকবলের অভাবের কারণে রেলওয়ে হাসপাতাল কার্যক্রম দৃঢ়ভাবে পরিচালিত হচ্ছে,কিভাবে রোগীর সেবার মান বৃদ্ধি করা যায় তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সুন্দরভাবে অনুষ্ঠান সমাপ্তি হয়।