নিউজিল্যান্ড ওয়ানডে দলে ফিরলেন পেসার বোল্ট ও কাইল জেমিসন
প্রকাশকালঃ
০৯ আগu ২০২৩ ০৫:২৯ অপরাহ্ণ ১৯১ বার পঠিত
দীর্ঘদিন পর নিউজিল্যান্ড ওয়ানডে দলে ফিরলেন দুই পেসার ট্রেন্ট বোল্ট ও কাইল জেমিসন। আগামী মাসে ইংল্যান্ড সফরে চার ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছে বোল্ট ও জেমিসনকে।
টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন বোল্ট। এরপর আইপিএল, বিগ ব্যাশ ও সম্প্রতি যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে অংশ নেন বোল্ট।
মেজর লিগে আট ম্যাচে সর্বোচ্চ ২২ উইকেট নেন চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স নিউ ইয়র্কের হয়ে খেলতে নামা বোল্ট। দীর্ঘদিন পর দলে ফেরাটা বিশ্বকাপের মতো আসন্ন বড় ইভেন্টে বোল্টের খেলার সম্ভাবনাকে উজ্জ্বল করেছে।
গত বছর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন বোল্ট। গত সেপ্টেম্বরে সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে খেলেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৯৯টি ওয়ানডেতে ১৮৭ উইকেট নিয়েছেন বোল্ট।
বোল্টের দলে ফেরা নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘ওয়ানডে দলে বোল্টকে স্বাগত জানানোটা দুর্দান্ত ব্যাপার। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য নিজের প্রস্তুতি শুরু করেছে সে।’
পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়ে ওয়ানডে দলে ফিরেছেন জেমিসন। ৩০ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি ও ৮ সেপ্টেম্বর থেকে চার ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে কিউইরা।