দোকান থেকে যুবকের মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৪ ০১:২৮ অপরাহ্ণ   |   ৩১৮ বার পঠিত
দোকান থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,শৈলকুপা উপজেলা (ঝিনাইদহে):-

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিজ দোকান থেকে মানিক (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে পৌর এলাকার ফাজিলপুরে এই ঘটনা ঘটে।
 

মঙ্গলবার (২৬ নভেম্বর) শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
 

নিহত মানিক মনোহরপুর ইউনিয়নের হাজরামিনা গ্রামের কিতাব উদ্দীনের ছেলে।
 

মানিকের বড় ভাই মনিরুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে ফাজিলপুরে মানিকের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পান দোকানের শাটার বন্ধ। তবে শাটারের তালা খোলা ছিল। শাটার উঁচু করে ভেতরে তাকিয়ে দেখেন, মানিক মেঝেতে পড়ে আছেন। পরে তাকে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।
 

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির বাসার জানান, নিহত মানিকের গলায় দাগ রয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়। এ মৃত্যুকে স্বাভাবিক মনে হচ্ছে না।
 

এ প্রসঙ্গে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মানিকের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এ ছাড়া ঘটনার পেছনের কারণ জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।