এক বছর পর উৎপাদনে ফিরলো যমুনা সার কারখানা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৩৩ অপরাহ্ণ   |   ৬১ বার পঠিত
এক বছর পর উৎপাদনে ফিরলো যমুনা সার কারখানা

জামালপুর প্রতিনিধি:-

 

গ্যাস সংকটে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। রোববার রাত থেকে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু করেছে কারখানাটি।
 

কারখানা সূত্রে জানা যায়, বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার নিয়ন্ত্রণাধীন এই কারখানাটি কেপিআই-১ মানসম্পন্ন সার উৎপাদন করে। প্রতিষ্ঠার পর থেকেই দৈনিক ১,৭০০ টন ইউরিয়া উৎপাদন করলেও, গ্যাস সংকট ও প্রযুক্তিগত কিছু ত্রুটির কারণে বর্তমানে উৎপাদন কমে দাঁড়িয়েছে ১,২০০ টনে। কারখানার স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে প্রতিদিন ৪২-৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তবে, ২০২৩ সালের ১৫ জানুয়ারি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কারখানার গ্যাসের চাপ কমিয়ে দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
 

প্রায় ১৩ মাস পর, ১৩ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ পুনরায় বাড়ানো হলে, কারখানা কর্তৃপক্ষ ইউরিয়া উৎপাদনে ফেরার উদ্যোগ নেয়। যন্ত্রাংশ মেরামতের পর সব কার্যক্রম সম্পন্ন করে ২৪ ফেব্রুয়ারি, রোববার রাত থেকে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু করে কারখানাটি।
 

এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ. স. ম. মোসলে উদ্দিন জানান,
"দীর্ঘদিন গ্যাস সংকটে কারখানার উৎপাদন বন্ধ ছিল। তবে ১৩ ফেব্রুয়ারি থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হলে, আমরা ধাপে ধাপে উৎপাদনে ফেরার প্রস্তুতি নিই। সকল কার্যক্রম সম্পন্ন করে রোববার রাত থেকে কারখানার উৎপাদন পুরোদমে শুরু হয়েছে।"