কবিতা: সোহানার আলো

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ মে ২০২৫ ০৯:৫৩ অপরাহ্ণ   |   ৭০ বার পঠিত
কবিতা: সোহানার আলো

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

সোহানার আলো

কবি: শারমিন সুলতানা সোহানা!

 

 

নামে যেন জোছনার ছোঁয়া,
সোহানা তুমি—স্বপ্নেরা যার মোহনা।
তোমার হাঁসি ঝর্ণাধারার সুর,
হৃদয় জাগে, আলো ছড়ায় দূর।

ভোরের প্রথম রশ্মির মতো তুমি,
নরম রোদের ছোঁয়ায় ভাসাও ভূমি।
তোমার চোখে তারা খেলে,
ভালোবাসা আর স্বপ্ন মিলে মিশে চলে।

তুমি হাওয়া, তুমি সুরের বন্যা,
তোমার ছোঁয়ায় প্রাণ পায় নতুন ধ্বনিয়া।

যেখানে তুমি, রঙে রঙে ভরে,
একটুখানি হাসি, জীবনকে করে উজাড় করে।

 

সোহানা, তুমি আলোর আরেক নাম,
তোমার মতো মধুর নেই কোনো সন্ধান।
থাকো সুখে, থাকো দীপ্ত নির্ভীক,
তোমার পথ হোক স্বপ্নে রাঙানো, আপন ঠিক ঠিক।