রাজবাড়ীতে বাসচাপায় পথচারীর মৃত্যু

প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৪ ০৬:২৫ অপরাহ্ণ ০ বার পঠিত
রাজবাড়ীতে বাসচাপায় পথচারীর মৃত্যু

ঢাকা প্রেস,রাজবাড়ী প্রতিনিধি:-

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (প্রায় ৩৫ বছর বয়সী) মৃত্যু হয়েছে, যিনি বাসচাপার শিকার হন।
 

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আহ্লাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি মহাসড়ক পার হচ্ছিলেন, তখন রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি উত্তরবঙ্গ থেকে শ্রমিকের কাজ করতে দৌলতদিয়ায় এসেছিলেন।
 

এসআই জুয়েল রানা জানান, "ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে বাসের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"