বিশ্ব শাশুড়ি দিবস আজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ অক্টোবর ২০২৫ ০৪:৪১ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
বিশ্ব শাশুড়ি দিবস আজ

প্রতি বছর অক্টোবরের চতুর্থ রোববার বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় শাশুড়ি দিবস। এটি মূলত যুক্তরাষ্ট্রের একটি জাতীয় দিবস। ইতিহাস অনুযায়ী, ১৯৩৩ সালের ৫ মার্চ টেক্সাসের আমারিলোতে একটি স্থানীয় পত্রিকার সম্পাদক প্রথমবারের মতো শাশুড়ি দিবস উদযাপন করেন।
 

গবেষণায় দেখা গেছে, মার্কিনির অর্ধেকের বেশি বন্ধু তাদের শাশুড়ি। তারা মনে করেন, শাশুড়ি সর্বদা তাদের সমর্থন ও ভালোবাসা দিয়ে সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে। পারিবারিক কলহ বা যেকোনো সমস্যা হলেও শাশুড়ি প্রায়শই নিরপেক্ষভাবে বিচার-বিবেচনা করে মেলামেশা ঠিক রাখার চেষ্টা করেন। তাই শাশুড়ির প্রতি সম্মান প্রদর্শন সম্পর্ককে আরও সতেজ ও শক্তিশালী করতে সাহায্য করে।
 

শাশুড়ি যেভাবেই হোক, তিনি পরিবারের গুরুজন। তাকে সম্মান জানানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আজকের দিনটি সেই দায়িত্ব পালন করার সুযোগ। শাশুড়িকে শুভেচ্ছা জানান, প্রশংসা করুন এবং ভালোবাসা দেখান। যাদের বিয়ের পরিকল্পনা চলছে, তারা হবু শাশুড়িকেও শুভেচ্ছা জানাতে পারেন।
 

আপনি চাইলে তাকে চমক দিতে পারেন প্রিয় কোনো উপহার দিয়ে বা প্রিয় স্থানে নিয়ে বেড়াতে নিয়ে যেতে পারেন। শুধু স্ত্রী নয়, স্বামীও শাশুড়িকে সম্মান জানাতে পারেন। তার পছন্দের বিষয়গুলো জানুন, তাকে খুশি করার চেষ্টা করুন এবং সুযোগ থাকলে একসাথে উদযাপন করুন।